শিরোনাম :
নোটিশ :
স্বাগতম ....ভাওয়াল টিভি
সাদিক কায়েম কে জিজ্ঞেস করা হয়ে ছিলো তুমি যদি আলাদীনের প্রদীপ পাও তখন তুমি কি চাইবে
/ ৬৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
Oplus_131072

 

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল – তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে? সাদিক কায়েম তখন সবেমাত্র ঢাবিতে ভর্তি হয়েছে। বয়সও খুব বেশি একটা হয়নি।সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল- একদিনের জন্যে হলেও ডাকসুর ভিপি হতে চাইবো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে পারি।সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল- ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবত বন্ধ। আর যদি হয়ওবা তাহলে কি তুমি ভিপি হতে পারবা? আর কত কত ছাত্রনেতা আছে।সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি, মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলেছিল শুধু।কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি। শুধু ভিপিই হয় নাই, ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে!এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে উঠেনি, বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এ জায়গায়। তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার। কিন্তু সাদিক থামেনি।জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল।ছাত্রদলের নেতারা, বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে, কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলে নাই। মাথা নিচু করে অপেক্ষায় করেছে ভোটের মাঠের।জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে চাওয়া, আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে। এখন শিক্ষার্থীদের একটাই কাজ- নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা, ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা। সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোন সমালোচনা থাকলে সেটাও করা।সাদিক কায়েমের জন্যে শুভকামনা। প্রতিনিয়ত সাদিক কায়েমেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক, সাদিকের বজ্রকন্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর।সাদিক কায়েমেরা এমনই। জন্মায়, জয় করে, তারপর কাজ করে যায় নীরবে, নিভৃতে!

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর